আন্তর্জাতিক বাজারে(International Market) বেশ কিছুটা কমেছে তেলের দাম(Oil Price)। এই পরিস্থিতিতে তেল রফতানিতে(Oil export) করের পরিমান কিছুটা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের জেরে এখন থেকে লিটার প্রতি ৬ টাকা করে কমবে পেট্রোল(Petrol) রফতানির খরচ। পাশাপাশি ডিজেলে(Disel) পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। করে ছাড় মিলেছে অপরিশোধিত তেল (Crude Oil) রপ্তানিতেও।

দেশীয় বাজারে জ্বালানির জোগান কমে যাওয়ায় জুলাই মাসের শুরুতে কেন্দ্রের তরফে জ্বালানি রপ্তানিতে করের পরিমাণ বাড়ানো হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় বুধবার সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টন পিছু সতেরো হাজার টাকা কর দিতে হবে। আগের নিয়ম অনুযায়ী ২৩২৫০ টাকা কর গুণতে হত রপ্তানিকারক সংস্থাগুলিকে। বিমানের জ্বালানিতেও লিটার পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। ডিজেলেও একই পরিমাণ কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। বুধবার অর্থাৎ ২০ জুলাই থেকেই নতুন নিয়মবিধি কার্যকর হবে। একইসঙ্গে জানানো হয়েছে, স্পেশ্যাল ইকোনমিক জোন থেকে কোনও পণ্য রপ্তানি করলে সেই ক্ষেত্রে আবগারি বিভাগ থেকে ছাড় দেওয়া হবে। তবে কোন পণ্যে কত ছাড় দেওয়া হবে, সেই সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি।
কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, এই সিদ্ধান্তে দেশের বিমান ভাড়া আগের থেকে অনেকখানি কমে আসবে। একইসঙ্গে আরও জানানো হয়েছে, প্রতি পনেরো দিন অন্তর কর ছাড়ের পরিমাণ পুনঃমূল্যায়ন করা হবে। ফলে ভবিষ্যতে আবার রফতানি ক্ষেত্রে কর বাড়ার সম্ভাবনা থাকবে। তবে আপাতত কেন্দ্রের এই সিদ্ধান্তে রিলায়েন্স (Reliance) এবং ওএনজিসির (ONGC) মতো তেল উৎপাদনকারী সংস্থাগুলি শেয়ারে দেখা গিয়েছে ব্যাপক উত্থান।
















































































































































