নিট কেন্দ্রে মেয়েদের অন্তর্বাস সরাতে বাধ্য করার অভিযোগ উঠল কেরলে (Kerala)। রবিবার কোল্লাম জেলার আয়ুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ।
এই ভয়াবহ, অপমানজনক অভিজ্ঞতার সম্মুখীন হওয়া এক পরীক্ষার্থীর বাবা সোমবার বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, তাঁর ১৭ বছরের মেয়ে নিটে বসেছিল। অন্তর্বাস ছাড়াই তাঁর মেয়েকে ৩ ঘণ্টার বেশি পরীক্ষায় বসতে হয়েছে। সেই অপমানজনক অভিজ্ঞতার রেশ ওই পরীক্ষার্থী এখনও কাটিয়ে উঠতে পারেনি।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত পরিচালক মণি রত্নম, ভর্তি হাসপাতালে
ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। অধিকাংশই নিন্দা করেছেন। কেরল পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে।








 
 
 
 
 
 
 































































































































