ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ২৪৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স

0
2
?সেনসেক্স ৫৪,৭৬৭.৬২ (⬆️ ০.৪৫%)
?নিফটি ১৬,৩৪০.৫৫ (⬆️ ০.৩৮%)
অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার ধাক্কা খাচ্ছে দেশের দালাল স্ট্রীট। গত সপ্তাহের লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। সোমবারের পর মঙ্গলবার আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ২৪৬ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৬২ পয়েন্ট।
মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ২৪৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৪৬.৪৭ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৭৬৭.৬২। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ৬২.০৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,৩৪০.৫৫।