সংসদে হিন্দিতে শপথ নিয়েও তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার কন্ঠে ‘জয় বাংলা’ স্লোগান

0
1

বিহারীবাবুর ট্রেডমার্ক ছিল একটিই শব্দ ‘খামোশ’। এই একটি শব্দেই ঘায়েল করে দিতেন শত্রুপক্ষকে। কিন্তু এখন তো তিনি বাঙালার জন প্রতিনিধি। হ্যাঁ , শত্রুঘ্ন সিনহার কথাই বলছি। আর তাই সোমবার সংসদে পা রেখেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান তুললেন। আসানসোলের সাংসদের এই শ্লোগান নজর কাড়ল সবার।

সোমবার সংসদে বাদল অধিবেশনের শুরুর দিনই তিনি শপথ নিলেন। হিন্দি ভাষায় শপথবাক্য পাঠ করলেও শেষে ‘জয় বাংলা’ বলতে ভুললেন না। এভাবেই তিনি প্রমাণ করলেন যে তিনি এখন বাংলার আপনজন।
লাল চেক শার্ট, কালো জ্যাকেট, সঙ্গে কালো ট্রাউজার এবং চোখে সর্বক্ষণের সঙ্গী সানগ্লাস পরে একেবারে নায়কের মতোই সোমবার সংসদে প্রবেশ করলেন শত্রুঘ্ন সিনহা।তাঁকে শপথবাক্য পাঠ করান লোকসভার স্পিকার ওম বিড়লা।
শপথ শেষে তিনি যখন ‘জয় হিন্দ, জয় বাংলা’ বলে ওঠেন তখন সামনের সারিতে বসে থাকা তৃণমূলের সাংসদরা হাততালিতে ফেটে পড়েন।
আসলে উপনির্বাচনে যখন আসানসোল থেকে তাঁর নাম ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থী হিসেবে, সেসময় প্রচুর সমালোচনা হয়েছিল। ‘বিহারিবাবু’ বাংলার জনপ্রতিনিধি হবেন কীভাবে সে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ । কিন্তু তিনি তাঁর লক্ষ্যে অবিচল। ফের প্রমাণ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তিনি এগিয়ে যেতে চান।