জম্মু ও কাশ্মীরে দুর্ঘটনাবশত: একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। ঘটনায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন এবং এক জুনিয়র কমিশনড অফিসারের মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মেনধার সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই দ্রুত আহতদের হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়িতে হাফিজুলই ঢুকেছিল? এই প্রথমবার GAIT প্রযুক্তি ব্যবহার করবে কলকাতা পুলিশ
রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় সিআরপিএফের এক আধিকারিকের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রবিবার দুপুর ২টো১৫ মিনিটি নাগাদ হামলা হয়। পুলওয়ামায় গাঙ্গু ক্রসিং এলাকায় একটি চেক পয়েন্টে জঙ্গিরা গুলি চালায়। ওই চেক পয়েন্টটির দায়িত্বের জম্মু ও কাশ্মীরের পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা ছিলেন।
জঙ্গি হামলার ফলে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সহকারী সাব ইন্সপেক্টর বিনোদ কুমার গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসাধীন অবস্থায় সিআরপিএফের ওই আধিকারিকের মৃত্যু হয়েছে।










































































































































