শ্রাবণ মাসের প্রথম সোমবার পুণ্যার্থীদের ঢল তারকেশ্বরে

0
1

শ্রাবণ মাস জুড়েই শিবভক্তরা পুজো দেন। বিশেষ করে সোমবার মহাদেবের বার হিসেবে মানা হয় বলে, এইদিন প্রচুর ভক্ত সমাগম হয় শিব মন্দিরে। বিষয় করে হুগলির তারকেশ্বর। শ্রাবণ মাস জুড়েই সেখানে ভক্তদের ভিড় লেগে থাকে। এদিন, শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই কারণে সকাল থেকে পুর্ণাথীরা শেওড়াফুলির নিমাই তীর্থ গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল নিয়ে তারকেশ্বর মন্দিরের দিকে রওনা হন।

কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাওয়ার পথে কড়া নজর শ্রীরামপুর, সিঙ্গুর থানার পুলিশের। পাশাপাশি, ট্রাফিকের পক্ষ থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেশ কয়েকটি সেবাদলের পক্ষ থেকে জলযাত্রীদের বা পুর্ণাথীদের জন্য বিনামূল্যে পানীয় জল সরবরাহ থেকে খাবার বিতরণের জন্য শিবির করা হয়েছে।