‘রাজ্য সরকারকে উত্যক্ত করার পুরস্কার পেয়েছেন’, ধনকড়কে কটাক্ষ তৃণমূলের

0
2

উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।  এ প্রসঙ্গে তৃণমূল নেতারা ধনকড়কে কটাক্ষের সুরেই বলেন, ‘উনি একটা পুরস্কার পেয়েছেন। রাজ্য সরকারকে উত্যক্ত করার ও রাজ্য সরকারের কাজে বাধা দেওয়ার জন্যই এই পুরস্কার পেয়েছেন জগদীপ ধনখড়।

আরও পড়ুন:ফের কলকাতায় উঠতি মডেলের রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

রাজ্যপালকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা প্রসঙ্গে  তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘তৃণমূলকে উত্যক্ত করার পুরস্কার হিসেবে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে।’ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘উনি একটা পুরস্কার পেয়েছেন। বিজেপির হয়ে তাঁবেদারি করার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হল। তিনি যে বিজেপির মুখপাত্র হয়ে কাজ করেছেন, এতে তা আবারও প্রমাণিত হল’। বরানগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায় এই প্রসঙ্গে বলেন, ‘রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নানা বিষয়ে রাজ্য সরকারের বিরোধিতা করেছেন জগদীপ ধনখড়। এমন অনেক বিষয়েই আমাদের দল ও সরকারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, যা রাজ্যপাল হিসেবে তাঁর বলা বলা উচিত হয়নি। আশা করব পরবর্তীতে যিনিই বাংলার রাজ্যপাল হয়ে আসবেন, তিনি আমাদের সরকারকে সহযোগিতা করে চলবেন।’

প্রসঙ্গত, বিধায়কের শপথগ্রহণ থেকে শুরু করে একাধিক সময়ে বিলে সই করা, বারবার রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তাঁকে পদপ্রার্থী করার পর তাঁকে কটাক্ষ করে তৃণমূল।  এদিকে, ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে৷ আগামী ৬ আগস্ট হবে নির্বাচন। আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন৷ তার আগে এনডিএ-র তরফে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করা হলেও বিরোধীদের তরফে কারও নাম ঘোষণা করা হয়নি৷