পিৎজা ডেলিভারি দিতে গিয়ে প্রাণ বাঁচালেন পাঁচজনের, যুবককে কুর্ণিশ পুলিশের

0
1

পিৎজা পৌঁছে দিতে গিয়ে বাড়ির কাঁচ ভেঙে পাঁচ জনের প্রাণ বাঁচালেন এক যুবক। ২৫ বছর বয়সী ওই যুবক ঘুমন্ত খুদেকে উদ্ধার করতে গিয়ে নিজেও ঝলসে যান। এরপর হাসপাতালে ভর্তি হন নিজেও। যুবকের এই সাহসী কাজের প্রশংসা করেছে পুলিশও।

আরও পড়ুন:দীর্ঘদিন পর বড় পর্দায়  ফিরে ঠান্ডা লড়াইয়ে স্বস্তিকা-ইন্দ্রাণী

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ আমেরিকার লাফায়েট শহরে পিৎজা পৌঁছে দিতে যাওয়ার পথে একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন নিকোলাস বোস্টিক। কিছুক্ষণ সেখানে দাঁড়ালে তিনি দেখেন আগুন জ্বলছে সেখানে। কিন্তু কারও কোনও আওয়াজ নেই। তখনই তাঁর মাথায় আসে সেই ঘুমিয়ে নেই তো?

ওই যুবকের কাছে ফোন না থাকায় পুলিশকে খবর দিতে পারেননি তিনি। ওই বাড়ির সামনে তিনিও চিৎকার করে দাকাডাকি করতে থাকেন। ডাকাডাকিতে ১৮ বছর বয়সী এক যুবকের ঘুম ভাঙে। তাঁর আরও তিন ভাইবোনও ঘুম থেকে উঠে আসে। কিন্তু বড় ভাই জানায় তাঁর এক বছরের বোন ঘরেই রয়েছে। ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে আগুন। এরপরই কাঁচ ভেঙে ঘরে ঢুকে পড়েন নিকোলাস। উদ্ধার করেন ঘুমন্ত ওই শিশুকে।

ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত নিকোলাসকে হাসপাতালে নিয়ে যায় ও আগুন নেভানোর কাজ শুরু হয়। যুবকের এই দুঃসাহসিক কাজের ঋণ কোনও দিন তাঁরা শোধ করতে পারবেন না বলে জানান ওই খুদেদের বাবা ও মামা।