এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিপরীতে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে রবিবার এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sarad Power) বাড়িতে বৈঠকে বসে বিরোধীরা। এরপর সাংবাদিক বৈঠক করে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন শরদ পাওয়ার। তবে, এই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল (TMC)। দলের তরফ থেকে সাংসদ সৌগত রায় (Sougata Ray) জানান, এই বিষয়ে আগে দলের অন্দরে আলোচনা হবে। সেই আলোচনার জন্য ২১ তারিখ বিকেল চারটে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, আরজেডি, শিবসেনা, সিপিআই, সিপিআইএম-সহ ১৭ টি দল। জানিয়েছেন শরদ পাওয়ার।মার্গারেট আলভা কেন্দ্রীয় মন্ত্রী এবং গোয়া, গুজরাট, রাজস্থান এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল পদে ছিলেন। দীর্ঘদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি।