প্রকাশিত হল ICSE-র দশম শ্রেণির ফলাফল

0
4

প্রকাশিত হল ২০২২ সালের কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস(সিআইএসসিই) দশম শ্রেণির ফলাফল। এদিন বিকেল পাঁচটায় রেজাল্ট প্রকাশিত হয়। এবছর মোট পাশের হার ৯৯.৯৭ শতাংশ। প্রথম স্থানাধিকারী হিসাবে চারজনের নাম উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন আর তৃতীয় হয়েছে ৭২ জন পরীক্ষার্থী।মেধাতালিকার প্রথম তিনের মধ্যে রয়েছে বাংলার ৫১ জন। দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় প্রথম যাঁরা হয়েছেন তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৮০ শতাংশ। প্রথম স্থানে রয়েছেন পুনের হারগুন কৌর মারাথু, কানপুরের অনিকা গুপ্তা, বলরামপুরের পুষ্কর ত্রিপাঠী।

আরও পড়ুন: চাপছে জিএসটি, চড়ছে দুধ, আট, মুড়ির দাম, হাসপাতালের শয্যাতেও রেহাই নেই

পশ্চিমবঙ্গ থেকে চলতি বছর আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন। রাজ্যে প্রথম স্থানাধিকারীদের মধ্যে চার জন কলকাতার।মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে এ রাজ্যের ১৭ জন পড়ুয়া।

ইতিমধ্যেই ফলাফল cisce.org ওয়েবসাইটে পেশ করা হয়েছে। সেখানে দেওয়া রয়েছে মার্কশিট ডাউনলোডের লিঙ্কও। নির্দিষ্ট পদ্ধতিতে তা ডাউনলোড করে নেওয়ার কথা বলা হয়েছে। মোট ২ লাখ পড়ুয়ার পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। প্রসঙ্গত, সেমিস্টার সিস্টেমে এবছরের পরীক্ষা সংগঠিত হয়।