প্রকাশ্য রাস্তায় জুটমিল শ্রমিককে(jute mill worker) গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দলের(jagaddal) সার্কাস ময়দানে। নৃশংস এই হত্যাকাণ্ডের(Murder) পাশাপাশি এই দিন সকালেও এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনা বন্দী হয়েছে সিসিটিভিতে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, চায়ের দোকানে চা খেতে এসেছিলেন বছর ২৪-এর ওই শ্রমিক। তখনই তার ওপর হামলা চালানো হয়। ঘিরে ধরে ব্যাপক মারধর করার পর গুলি করে হত্যা করা হয়। তবে কি কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।

নৃশংস এই হত্যাকান্ড ও ব্যাপক বোমাবাজির পর ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছেন। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীর অনেকেই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। জানা গিয়েছে, কয়েক বছর আগে জগদ্দলে একটি খুনের ঘটনার অভিযুক্তই এই খুনের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও এই ঘটনায় কারা জড়িয়ে, প্রশ্নের উত্তরে কিছুটা এড়িয়ে সবাই জানে, এটা দুষ্কৃতিদের মধ্যে লড়াই বলেই উল্লেখ করেন অর্জুন সিং। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশ্বস্ত করা হয়েছে শীঘ্রই দোষীরা গ্রেফতার হবে।















































































































































