NDA-র উপরাষ্ট্রপতি প্রার্থী পদে চমক, জগদীপ ধনকড়ের নাম ঘোষণা নাড্ডার

0
3

রাজ্যপাল হিসেবে বাংলায় এসে তৃণমূল সরকারকে পদে পদে আক্রমণ। সব বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত। সেই কারণেই কী তাঁর উপর আস্থা! শনিবার, সন্ধেয় রাজনৈতিক মহলে বড় চমক দিয়ে NDA-র উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) নাম ঘোষণা করেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।

এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন ধনকড়। সেখানে শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করেন রাজ্যের রাজ্যপাল। শনিবার, দেখা করেন নরেন্দ্র মোদির সঙ্গে। তারপরেই তাঁর নাম ঘোষণা করেন জে পি নাড্ডা। বিজেপির সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

১৯৯০ সালে ধনকড় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন জগদীপ। ২০১৯ থেকে বাংলার রাজ্যপাল। এদিনে, সাংবাদিক বৈঠকে ধনকড়কে বারবার ‘কৃষক সন্তান’ বলে উল্লেখ করেন নাড্ডা। এখন বিরোধী জোট এই পদে কোনও প্রার্থী দেয় কি না সেটাই দেখার।

আরও পড়ুন- তৃণমূল সুপ্রিমোর নির্দেশ, রবিবাসরীয় সর্বদল বৈঠকে যোগ দেবে তৃণমূল