মুক্তি আসন্ন কাদম্বরী আজও ছবির প্রচার শুরু

0
2

খুব শিগগীর আসছে নতুন বাংলা ছবি কাদম্বরী আজও। পোষ্টার লঞ্চ হয়েছে ১৪ জুলাই।

কাদম্বরী ছবির সাথে কি রবিঠাকুরের নতুন বৌঠানের কোনো সম্পর্ক আছে? পরিচালক শর্মিষ্ঠা দেব জানান ‘খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবি।

অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকা এই ছবিতে একদমই রোমাঞ্চকর। যা ছবির শেষে ধরা পড়বে। অমিতাভ ভট্টাচার্যকে অনেকবছর পর আবার নিজরূপে ফিরে আসতে দেখা যাবে। যা তাঁর ফিল্ম কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। ইন্দ্রজিত মজুমদার ,সৃজনী মিত্র নিজ নিজ ঢরিত্রকেও যথার্থ ফুটিয়ে তুলেছেন। ছবিতে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। শিল্পী রূপঙ্কর বাগচী এবংসায়নী পালিতের কন্ঠে।
ছবিতে কাদম্বরীর ভূমিকায় অঙ্কিতা চক্রবর্তী,অন্যদিকে সাবিত্রী চাটার্জী ,অমিতাভ ভট্টাচার্য,ইন্দ্রজিৎ মজুমদার,বিশ্বজিত চক্রবর্তী, রাজদীপ সরকার সরকার, অর্কপ্রভ, সৃজনী মিত্র, রুমকী চট্টোপাধ্যায়, মানষী নন্দী কাজ করেছেন। গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও এ।

ক্যামেরায় অঙ্কিত সেনগুপ্ত, সঙ্গীত পরিচলনায় অদ্রিতা ঝিনুক। চিত্রনাট্য – শিলাদিত্য গুহ, আবহ – চিরন্তন ব্যানার্জী। ছবিতে শিল্পীদের উপস্থিতিতে “কাদম্বরী আজও” র প্রচার শুরু হল।

আরও পড়ুন- বাড়ছে করোনা সংক্রমণ: জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যসচিবের, কী বললেন তিনি