বাবাকে মারধোর করার বদলা নিতে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করল এক নাবালক(Minor boy)। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) জহাঙ্গিরপুরী এলাকায়। এবং এই ভয়াবহ হামলার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়(CCTV Camara)। ঘটনায় অভিযুক্ত মোট ৪ জনকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা যাচ্ছে। রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে রয়েছেন এক ব্যক্তি। বসে থাকা এক ব্যক্তির দিকে স্বাভাবিক ভঙ্গিমাতেই হেঁটে এগোচ্ছিল চার নাবালক। হঠাৎ তাদের মধ্য থেকে একজন পকেট থেকে পিস্তল বের করে ওই ব্যক্তির মাথায় গুলি করে। এবং তৎক্ষণাৎ দৌড়ে পালায়। এদিকে মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ওই ৪ নাবালককেই গ্রেফতার করা হয়েছে। সাত মাস আগে ওই চার নাবালকের এক জনের বাবাকে মারধর করেন জখম ব্যক্তি। তারই প্রতিশোধ নিতে ওই ব্যক্তির উপর চড়াও হয় নাবালকরা।