ICSE: আগামিকালই বের হচ্ছে ICSE-র দশমের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

0
1

সব জল্পনার অবসান। আগামিকাল অর্থাৎ ১৭ জুলাই প্রকাশিত হতে চলেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই ICSE-র দশম শ্রেণির ফল। বিকেল ৫ টায় বের হবে ফলাফল। সিআইএসসিই-র (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org তে পড়ুয়ারা তাদের রেজাল্ট দেখতে পাবেন। শিক্ষার্থীরা তাদের রোল নম্বরের সাহায্যে তাদের স্কোরকার্ড পরীক্ষা করতে এবং ডাউনলোড করতে পারবে।

জেনে নেওয়া যাক কীভাবে আইসিএসই বোর্ডের দশম শ্রেণির ফলাফলের মার্কশিট ডাউনলোড করা যাবে?

-প্রথমে CISCE এর অফিশিয়াল ওয়েবসাইট- www.cisce.org এ যেতে হবে।

-তারপর, ICSE Class 10 Result 2022 এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে।

-যাবতীয় তথ্য দিয়ে ‘সাবমিট’ এ ক্লিক করলেই স্ক্রিনে দেখানো হবে ফলাফল (মার্কশিট)।

-সেটিকে ডাউনলোড করে তার প্রিন্ট আউট নিতে হবে।

আরও পড়ুন- মুক্তি আসন্ন কাদম্বরী আজও ছবির প্রচার শুরু