রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং নয়, আজ সিপিএমের পলিটব্যুরো বৈঠক

0
2

রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential election) ৪৮ ঘণ্টা আগে বসতে চলেছে সিপিআইএম পলিটব্যুরো বৈঠক(CPIM politburo meeting)। আজ, শনিবার একদিনের বিশেষ এই পলিটব্যুরো বৈঠকে (Politburo meeting)  বসছে সিপিএম (CPM)। যেখানে পার্টির মূল আলোচ্য বিষয় রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের বৈঠকে সিপিএম কোনও প্রস্তাব দেবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠক থেকেই।

এদিকে, বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার নামে সিলমোহর দেওয়ার ঘটনায় দলের নিচুতলার নেতা-কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিপিএমকে। এই পরিস্থিতি যাতে উপরাষ্ট্রপতি ভোটের ক্ষেত্রেও না হয়, আগেভাগেই তা সুনিশ্চিত করতে উদ্যোগী সিপিএম। তবে কোনওভাবেই বিজেপি বিরোধী ঐক্যের সেতুবন্ধনে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়ে যায়, সেটা নিয়েও হবে আলোচনা। তাই জয় পরাজয় মূল বিষয় নয়, রাষ্ট্রপতি নির্বাচনে সিপিএমে যাতে অন্তত ক্রস ভোটিং না হয়, তাও নিশ্চিত করতে চায় দল। সিপিএম নেতাদের দাবি, মূলত বিজেপি বিরোধিতাতেই গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

পাশাপাশি, আসন্ন বাদল অধিবেশনে সংসদের অন্দরে সিপিআইএমের ভূমিকা কী হবে, সে বিষয়ও এদিনের বৈঠকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।