Howrah: প্রতারণার নতুন পদ্ধতি , অ্যাপসের মাধ্যমে ঋণ দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ

0
1

রাজ্যজুড়ে বাড়ছে প্রতারণার (Deception) ঘটনা। রাজ্যের সাইবার বিভাগ (Cyber crime department) যত শক্তিশালী হচ্ছে ততই প্রতারণার নতুন নতুন ছক আবিষ্কার করছেন প্রতারকরা। এবার অ্যাপসের (Loan app) মাধ্যমে ঋণ দিয়ে তারপর ব্ল্যাকমেল (Blackmail) করে মোটা টাকা আদায়ের ঘটনা প্রকাশ্যে এল। ঘটনা হাওড়ার বাকসাড়া এলাকার (Baksara)। ইতিমধ্যেই তদন্তে সাইবার ক্রাইম থানার পুলিশ (Cyber crime police)।

হাওড়ার দক্ষিণ বাকসাড়া এলাকার বাসিন্দা জয় চক্রবর্তী। অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকার লোন নিয়েছিলেন। অভিযোগ ঋণ শোধের পরেও প্রতারকরা টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। শুধু তাই নয়, জয় চক্রবর্তীর পরিচিতদের মোবাইলে নানা রকমের অশ্লীল ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়। প্রতারিত ব্যক্তির স্ত্রী অভিযোগ করছেন তার স্বামীকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত পরিবার দ্বারস্থ হয়েছেন বোটানিক্যাল গার্ডেন থানার (Botanical garden police station)। তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশের (Howrah city police) সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট।