২৪ ঘন্টা আগে বিনোদন দুনিয়ার চোখ ঘুরে গেছিল যে খবরে, তার শিরোনামে ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen) এবং প্রাক্তন আই পি এল(IPL) চেয়ারম্যান ললিত মোদি (Lalit Modi)। বৃহস্পতিবার রাতের একটা টুইটের পর থেকেই কার্যত তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম। প্রথমে বিয়ের খবর , তারপর প্রেমের ঘোষণা। কয়েক মুহূর্তের মধ্যেই লাইম লাইটে সুস্মিতা সেন আর ললিত মোদি। প্রাক্তন বিশ্বসুন্দরীর ছবি ও প্রসঙ্গ থাকলেও টুইটটি করেছিলেন ললিত মোদি (Lalit Modi)। এবার মুখ খুললেন বঙ্গ ললনা।
জীবনের নতুন একটা দিকে পা রেখেছেন ললিত-সুস্মিতা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লেখেন, ‘মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।’ এরপর ফের টুইট করে মোদি সম্পর্কের বিষয়টি পরিষ্কার করে , জানিয়ে দেন যে তাঁরা বিয়ে করেননি একে অন্যকে ডেট করছেন। এতকিছুর পরও অবিচল ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। জোড়া টুইটের পর মুখ খুললেন আজ। সোশ্যাল মিডিয়াকে সঙ্গী করে সুস্মিতা লিখলেন, ‘আমি ভীষণ খুশি । বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর যাঁরা করেন না , তাঁদেরও.. সবাইকে ভালোবাসি। দুগ্গা দুগ্গা।’ সুস্মিতার উত্তর পেয়ে খুশি তার অনুরাগীরা। তাঁরা বলছেন জীবনে ভালো থাকুন সুস্মিতা, এটাই একান্ত চাওয়া। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছার বন্যা।