কল্যাণী এইমস-এ বেআইনি নিয়োগের মারাত্মক অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।শুক্রবার বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি গোয়েন্দারা। দুপুর একটা নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে যান রাজ্য গোয়েন্দা সংস্থার চার আধিকারিক।
বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা কীভাবে চাকরি পেয়েছেন তা জানতেই সিআইডি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এছাড়াও, তিনি কত টাকা বেতন পান তাও জানতে চান গোয়েন্দারা। গোটা বক্তব্যের ভিডিয়োগ্রাফি হচ্ছে। বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন বিজেপি সাংসদ-বিধায়কের আত্মীয়রা এমনটাই অভিযোগ উঠেছিল। ঘটনায় দায়ের হয় এফআইআর। বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে সহ মোট ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কল্যাণী থানায়।
এরপর কল্যাণী এইমস-এ চাকরি দুর্নীতির তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। এই মামলায় চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে একাধিকবার তলব করে সিআইডি। যদিও হাজিরা এড়িয়েছেন তিনি। এরপর চিঠি দেওয়া হয় নীলাদ্রিশেখর দানার মেয়েকে। যদিও তিনি চিঠি পাননি বলে জানিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।
বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় প্রথম এইমস-য়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আনেন। গত মে মাসে তিনি এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি ই-মেল পাঠিয়েছিলেন। সেখানেই চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার নাম উল্লেখ করা হয়েছিল।পরে মুর্শিবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামও রয়েছে ওই এফআইআরে।