২১ জুলাই পাল্টা সভা করে গণ্ডগোল পাকানোর চেষ্টায় বিজেপি? শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন

0
1

করোনার দাপটে গত দু’বছর ধর্মতলায় প্রকাশ্যে একুশে জুলাই কর্মসূচি পালন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এরই মাঝে ২০২১ সালে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার একুশের সমাবেশে রেকর্ড জমায়েত হবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা রাজ্যজুড়ে প্রস্তুতি সভা থেকে শুরু করে একুশে জুলাইয়ের তোড়জোড় শুরু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে জ্বালানীর দাম কমছে না কেন?

ঠিক সেই পরিস্থিতিতে ওই একইদিনে বঙ্গ বিজেপি জোড়া রাজনৈতিক কর্মসূচি নিয়েছে। ওইদিনই রাষ্ট্রপতি ভোটের ফলাফল ঘোষণা। বিজেপি ধরেই নিয়েছে NDA সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত। বাংলায় সেই জয়োৎসব পালন করতে একুশে জুলাই বিভিন্ন জায়গায় বিজয় মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।

অন্যদিকে, ২১ জুলাই শুভেন্দু অধিকারী ও রাজ্য নেতৃত্ব উলুবেড়িয়ার প্রকাশ্য জনসভার ডাক দিয়েছে। সেখানে অনেক বিজেপি কর্মী-সমর্থক যোগ দেবেন। আবার বিভিন্ন জেলা থেকে সড়ক পথে উলুবেড়িয়ার উপর দিয়ে একের পর এক গাড়িতে তৃণমূল কর্মী-সমর্থকরা ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দিতে আসবেন। ওইদিন সমস্ত পথ মিশে যাবে ধর্মতলায়। খুব স্বাভাবিকভাবেই ২১ জুলাই উলুবেড়িয়ার
বিজেপির পৃথক এই সভা ঘিরেও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। যা সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

একুশে জুলাই দিনটিকেই শুভেন্দুদের সভা করার জন্য বেছে নেওয়ার পিছনে অন্য চক্রান্ত দেখছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, শুভেন্দুরা কি ইচ্ছা করেই গণ্ডগোল পাকানোর জন্য
উলুবেড়িয়ার প্রকাশ্য সভার ডাক দিয়েছে?