ব্রিটেনের পার্লামেন্টে সংবর্ধনা দেওয়া হল বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারত। সেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তিতে সংবর্ধিত হলেন মহারাজ।

জন্মদিন পালন করতে এই মুহূর্তে পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সংবর্ধনা পেয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে মহারাজ বলেন,” এক জন বাঙালি হিসাবে ব্রিটিশ পার্লামেন্ট আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি গর্বিত। ওরা ছ’মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রতি বছর এই পুরস্কার ওরা দেয়। এ বার আমি পেলাম।”
এই সংবর্ধনা পেয়ে ২০ বছর আগের ট্রফি জয়ের আবেগে ডুব দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,” নেটমাধ্যমে দেখলাম। ২০ বছর হয়ে গেল। ইংল্যান্ডকে ইংল্যান্ডে হারানোর থেকে আনন্দের কিছু হয় না। এখনকার দলও সেই কাজটাই করছে। টি-২০ সিরিজ জিতেছে। এক দিনের সিরিজেও এগিয়ে আছে। ভালো লাগে।”
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

















































































































































