রসিকা জৈনের (Rashika Jain) রহস্য মৃত্যুকাণ্ডে মৃতার স্বামী কুশল আগরওয়ালকে (Kushal Agarwal) গ্রেফতার করল সিট (SIT)। আলিপুরে রসিকার রহস্য মৃত্যুর ঘটনার প্রায় দেড় বছর পর তাঁর স্বামী স্বামী কুশল আগরওয়ালকে গ্রেফতার করল সিট। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পরে সুপ্রিম কোর্টও (Supreme Court) কুশলের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরেই আলিপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল।
২০২১-র ১৬ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ির মৃত্যু হয় রসিকার। ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে দাবি করেন শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন রসিকার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। কিন্তু রসিকার বাপের বাড়ি অভিযোগ করে পণের টাকা জন্য অত্যাচার করা হত রসিকার হত। স্বামীই তাঁদের মেয়েকে মেরেছে। তদন্তে নেমে রসিকার হোয়াটসঅ্যাপ চ্যাট ও ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে আসে। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন কুশল আগরওয়াল। কিন্তু বুধবারই সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ করে দেয়। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে সিট।