মেহুলিকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

0
1

বুধবারই আইএসএসএফ শুটিং বিশ্বকাপে (ISSF shooting WorldCup) সোনা জিতেছিলেন, আর বৃহস্পতিবার রুপো জিতলেন মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। দক্ষিণ কোরিয়া চ্যাংওনে শুটিং বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে রুপো জিতেছেন মেহুলি। একের পর এক সাফল্যে নাম লেখাচ্ছেন বাংলার মেয়ে। এদিন বিকেলের মেহুলিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটারে তিনি লেখেন,” আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের জন্য মেহুলি ঘোষকে হার্দিক শুভেচ্ছা। তোমার পারফরম্যান্স গোটা দেশকে গর্বিত করেছে এবং গোটা বিশ্বকে। আরও এক বার দেখিয়ে দিয়েছে যে বাংলার মেয়েদের কাছে আকাশই সর্বোচ্চ সীমা।”

বুধবারই আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে সোনা এসেছিল ভারতের ঘরে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে সোনা জিতেছিলেন মেহুলি ঘোষ এবং শাহু তুষার মানে। ভারতীয় জুটি মেহুলি এবং তুষার হারিয়েছেন হাঙ্গেরির এজটার এবং ইস্তভান জুটিকে। ১৭-১৩ ব্যবধানে হারিয়েছিলেন তারা।

আরও পড়ুন:নর্থইস্ট ইউনাইটেডে সই করতে চলেছেন অরিন্দম: সূত্র