কয়লাকাণ্ডে ED-র তলব বাঘমুণ্ডির বিধায়ককে, ফের তলব মলয়কেও

0
2

কয়লাকাণ্ডে পুরুলিয়ার (Purulia) বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতকে (Sushanta Mahato) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল ১১টা নাগাদ দিল্লিতে (Delhi) ইডি-র সদর দফতরে তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। একই সঙ্গে ওই দিন ফের মন্ত্রী মলয় ঘটককেও (Maloy Ghatak) দিল্লিতে তলব করেছে ইডি। এই নিয়ে চতুর্থবার কয়লাকাণ্ডে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন সাক্ষীর বয়ানে মলয়ের নাম উঠে এসেছে। এর আগেও তিন বার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আরও কিছু তথ্য মিলিয়ে দেখার জন্যই ফের তাঁকে তলব করা হয়েছে বলে খবর।

তবে, কয়লাকাণ্ডে এই প্রথম ডাক পড়ল সুশান্তর। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত নথি যাচাই করতে গিয়েই সুশান্তর নাম মিলেছে। প্রয়োজনে মলয় ও সুশান্তকে মুখোমুখি বসিয়েও জেরা করে হতে পারে বলে খবর।