মঙ্গলবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতের (India) ওপেনিং জুটি রোহিত শর্মা-শিখর ধাওয়ান (Rohit sharm-Shikhar Dhawan)। ঢুকে পড়লেন ভারতের প্রাক্তন ওপেনার জুটি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে এক তালিকায়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলতে নেমে ছুঁয়ে ফেললেন সৌরভ-সচিনকে। মঙ্গলবার খেলতে নেমে ওভালে পাঁচ হাজার রানের মাইলফলক পার করেন রোহিত-শিখর জুটি।
রোহিত-ধাওয়ানের পাঁচ হাজার রান করার জন্য প্রয়োজন ছিল মাত্র ছ’রান। যা মঙ্গলবার নিমিষেই করে ফেলেন এই ওপেনিং জুটি। ভারতের এক সময়ের এই নিয়মিত জুটি মাঝে ভেঙে যায়। রোহিত এক দিনের দলে নিয়মিত জায়গা ধরে রাখেন, কিন্তু বাদ পড়েছিলেন শিখর ধাওয়ান। মঙ্গলবার সেই পুরনো জুটিকে ফের একসঙ্গে খেলতে দেখা গেল। আর এদিন জুটি বাঁধতেই একের পর এক রেকর্ড গড়েন তাঁরা। মঙ্গলবার সচিন-সৌরভের মাইলফলক ছোয়ার পাশাপাশি জুটিতে ১৮তম শতরানও করলেন তাঁরা।
সচিন-সৌরভ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনিং জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স ১০২ ইনিংসে রয়েছে ৫১৫০ রান। এবং অ্যাডাম গিলক্রিস ও ম্যাথু হেডেনও ১১৪ ইনিংসে করেছেন ৫৪৭২ রান। সেক্ষেত্রে রোহিত-শিখর জুটি সামগ্রিক ভাবে চতুর্থ স্থানে জায়গা করে নিল।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস