অতিবৃষ্টির জেরে মহারাষ্ট্রে ভূমিধস! ক্ষতিগ্রস্ত বহু, অনেকের চাপা পড়ার আশঙ্কা

0
3

অবিরাম বৃষ্টির জেরে মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই এলাকায় ভূমিধস। এর জেরে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বহু মানুষ ধসের নীচে চাপা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে বলে খবর।


আরও পড়ুন:ডিম ও মাংস খাওয়ার পরিণতি মারাত্মক! দাবি বিজেপি শাসিত রাজ্যের শিক্ষা কমিটির  

গত কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিতে ভাসছে মহারাষ্ট্র। সোমবার নাসিকে গোদাবরী নদীর উপকূলে থাকা বেশ কয়েকটি মন্দির ডুবে গিয়েছে। মঙ্গলবারও মৌসম ভবনের তরফে কোলাপুর, পালঘর, নাসিক, পুণে এবং রত্নগিরি জেলায় আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।


চলতি বছরে আগাম বর্ষার দেখা মিলেছে। তবে অতিবৃষ্টির জেরে মহারাষ্ট্র, গুজরাত এবং মধ্যপ্রদেশে টানা বৃষ্টিপাতের ফলে ছয় শিশু-সহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।মহারাষ্ট্র প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১ থেকে ১০ জুলাই পর্যন্ত অতি বৃষ্টির জেরে মোট ৭৬ জন মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।