ATK Mohunbagan: মোহনবাগানের অনুর্ধ্ব-১৩ এবং অনুর্ধ্ব-১৫ দলের কোচ হলেন যোশেফ রোমা গিবার্ট

0
2

এটিকে মোহনবাগানের (Atk Mohunbagan) অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ দলের কোচ হলেন যোশেফ রোমা গিবার্ট। বর্তমানে সৌদি আরবের আল হিলাল ক্লাবের অনুর্ধ্ব ১৩ দলের প্রধান কোচ তিনি।

উয়েফা এ লাইসেন্সপ্রাপ্ত জোসেফ কাজ করেছেন এস্পানিয়লের অনুর্ধ্ব-১৭ দলে, হেড কোচ হিসেবে। ১৯ বছর ধরে বিভিন্ন যুব দল এবং বিশ্ববিদ্যালয়ের ফুটবলারদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। একাধিক তারকা ফুটবলার এসেছেন জোসেফের হাত থেকে। এদের মধ্যে রয়েছেন ইলাইক্স মোরিবা, কুকারেলা, সের্জিও গোমেজ, আরাউ তেনাসের মতন ফুটবলাররা।

গত কয়েক দিন আগেই এটিকে মোহনবাগান অনুর্ধ্ব-১৩, অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-১৮ বিভাগের ট্রায়াল আয়োজিত করেছিল। এর থেকে স্পষ্ট হয়েছিলেন, নিজেদের ইউথ ডেভেলপমেন্টের দিকে নজর দিচ্ছে তারা।

আরও পড়ুন:Rohit Sharma: মানবিক রূপ রোহিতের, মঙ্গলবার ম‍্যাচের পর সকলের মন জয় করলেন হিটম‍্যানের