ইংল্যান্ডকে (England) প্রথম একদিনের ম্যাচে হারানোর পুরস্কার পেল ভারত (India)। বুধবার প্রকাশিত আইসিসি একদিনের (ICC ODI) ম্যাচের ক্রমতালিকায় পাকিস্তানকে (Pakistan) টপকে তিন নম্বরে উঠে এল রোহিত শর্মার (Rohit Sharma) দল। পাকিস্তান নেমে গেল চারে।
বুধবার আইসিসি যে র্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে রয়েছে, নিউজিল্যান্ড। ১২৭ পয়েন্ট তাদের। ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তিনে আছে ভারত। ১০৮ পয়েন্ট তাদের। মঙ্গলবার ওভালে দুর্দান্ত জয়ের সৌজন্যে পাকিস্তানকে চারে ঠেলে প্রথম তিনে ঢুকে পড়ল টিম ইন্ডিয়া। তার ফলে আপাতত একমাত্র দল হিসেবে টেস্ট, টি-২০ এবং একদিনের ক্রিকেটের র্যাঙ্কিং-এ প্রথম তিনের মধ্যে আছে ভারত। তবে ইংল্যান্ড সিরিজের বাকি দুটি ম্যাচে হেরে গেলে আবার চারে নেমে যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এদিকে ১০৬ পয়েন্ট নিয়ে চারে বাবর আজমের দল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গত মাসেই ভারতকে টপকে তিনে উঠে গিয়েছিল পাকিস্তান। তবে বেশি দিন তারা সেই স্থান ধরে রাখতে পারল না।
আরও পড়ুন:শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় মেহুলি-তুষার জুটির