কাঁথিতে বাতিস্তম্ভ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অধিকারী পরিবার ঘনিষ্ঠ পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

0
1

কাঁথি পুরসভা যেন দুর্নীতির আঁতুড় ঘর। কেঁচো খুঁড়তে ক্রমশ কেউকে বেরিয়ে আসছে। শ্মশান চুরিতে নাম জড়িয়েছে তৎকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর ছোটভাই সৌমেন্দু অধিকারীর। শ্মশান দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই পুরসভার কয়েকজন কর্মী-আধিকারিক ও সৌমেন্দুর গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর-এ নাম রয়েছে সৌমেন্দুরও।

এদিকে শ্মশান কাণ্ডের মধ্যেই আবার পুরসভার বাতিস্তম্ভ দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলাতেও অধিকারী পরিবারের একাধিক সদস্যর নাম জড়িয়েছে। এবার গ্রেফতার হলেন কাঁথি পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান।

আজ, বুধবার তাঁর বাড়ি থেকে দিলীপ এফআইআর-এ নাম রয়েছে সৌমেন্দুরও। জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে নিয়ে যায় পুলিধ। তারপরই জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ প্রমাণিত। এই দিলীপ অধিকারী পরিবার ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে।