১) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের। ইংরেজদের ১০ উইকেটে হারাল রোহিত শর্মার দল। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতীয় বোলার যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের মাটিতে নিলেন আধ ডজন উইকেট!
২) বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল । মঙ্গলবার সিএবিতে গিয়ে ইস্তফা দিয়ে আসেন তিনি। সিএবি যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থাকলেও, ছিলেন না সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। বাংলা দলের কোচের পদ থেকে সরে যাওয়ার কারণ হিসাবে শারীরিক ক্লান্তির কথাই জানিয়েছেন অরুণ লাল।
৩) শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে সরতে পারে এশিয়া কাপ। আগস্টে এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়। কিন্তু সূত্রের খবর, শ্রীলঙ্কায় যে অবস্থায় দাঁড়িয়ে, সেখানে এশিয়া কাপের মতন একটি বড় টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
৪) এটিকে মোহনবাগানে যোগ দেওয়া নতুন ফুটবলারদের নিয়ে আশাবাদী জুয়ান ফেরান্ডো। সমর্থকদের উদ্দেশে বার্তা বাগান কোচের। সমর্থকদের পাশে থাকার আর্জি জানিয়েছেন বাগানের হেডস্যার।
৫) কেন এত বিশ্রাম? বিরাট-রোহিতদের বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন সুনীল গাভাস্করের। বিশ্রাম নিতে হলে প্রাপ্য অর্থও কম নিতে হবে। এবার তুমি খেলতে না চাইলে বিশ্রাম নাও, বলেন গাভাস্কর।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ