বঙ্গোপসাগরে (Bay of Bengal) ফের নিম্নচাপের (Depression) ভ্রুকুটি। আগামী ৩৬ ঘন্টার মধ্যেই ভারী বর্ষণের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর (Alipur Weather Department)। ইতিমধ্যেই নিম্নচাপের সতর্কতার কথা জানিয়ে প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আষাঢ় – শ্রাবণ বর্ষাকাল অথচ নামমাত্র বৃষ্টি জুটেছে দক্ষিণবঙ্গের (South Bengal)বরাতে। বৃষ্টির ঘাটতির জেরে বড় ক্ষতির আশঙ্কা করছে নবান্ন (Nabanna)। এবছর উত্তরবঙ্গ ভাসলে দক্ষিণে বেড়েই চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উল্টোদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ প্রায় ৪৮ শতাংশ। শহর কলকাতায় এই ঘাটতির পরিমান প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। চাতক পাখির মত বৃষ্টির আশায় বসে থাকার দিন বোধহয় শেষ হতে চলেছে। হাওয়া অফিস বলছে ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যা ক্রমাগত শক্তিবৃদ্ধি করতে থাকলে ফের ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করতে হতে পারে। তবে আপাতত আবহাওয়াবিদরা বলছেন আগামী ১ – ২ দিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে বৃষ্টি বাড়বে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপের জেরে ভাসবে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতর সূত্রে খবর বেশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা থেকে যে সমস্ত ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গিয়েছে তাদেরকে অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে । আগামী ১৩ ও ১৪ তারিখ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সতর্কবার্তা নিয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করছে প্রশাসন। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।
আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভবনা। গুজরাত রিজিয়ন ঘাট পর্বতমালা এলাকা মুম্বই সহ মধ্য মহারাষ্ট্র এবং কঙ্কন ও গোয়াতে। সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তেলেঙ্গানা ও বিদর্ভ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪-৫ দিন ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাত, কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশে -র ইয়ানাম, কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আইএমডি- এর তরফ থেকে জারি রেড অ্যালার্ট ৷ মহারাষ্ট্রের মুম্বইতে প্রবল বৃষ্টি এছাড়া কোলাপুর, পালঘর, নাসিক, পুণে, রত্নাগিরি জেলায় আগামী ১৪ তারিখ অবধি এই প্রবল বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে ৷