পুলিশি তদন্তে অসহযোগিতা শুভেন্দুর, চাপে পড়ে নতি স্বীকার

0
1

‘রক্ষাকবচ’ মিলেছিল হাইকোর্টের তরফে। তবে আদালত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশি তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, নানা অজুহাতে পুলিশি হাজিরা এড়াচ্ছেন শুভেন্দু। তদন্তে কোনওভাবেই সাহায্য করছেন না নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।


আরও পড়ুন:আজ কলকাতায় প্রচার সারবেন দ্রৌপদী মুর্মু


পূর্ব মেদিনীপুর ও কলকাতা পুলিশ শুভেন্দু অধিকারীর সময় অনুযায়ী একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনটি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিকবার নোটিশ দিলেও পুলিশকে সাড়া দেননি রাজ্যের বিরোধী দলনেতা বলে অভিযোগ।


জানা গেছে, বিভিন্ন সময়ে কলকাতা ও কাঁথিতে থাকলেও পুলিশের সমনের সময় হাজিরা দিচ্ছেন না শুভেন্দু। কলকাতায় থাকলেও পুলিশের হাজিরা এড়িয়েছেন তিনি। পুলিশি তদন্তে বিজেপি নেতার অসহযোগিতার কথা উচ্চ আদালতে জানানোর কথা জানাতে বাধ্য হবে শুভেন্দুকে সাফ জানিয়েছে পুলিশ।আর একথা জানতেই চাপে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। তড়িঘড়ি পুলিশকে তিনি  জানান, ১৮ জুলাইয়ের পর পুলিশের মুখোমুখি হবেন তিনি।