স্মৃতি ইরানির অভিযোগ উড়িয়ে দিল তৃণমূল

0
3

শহরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গতকাল তিনি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করেন। মঙ্গলবার দুপুরে হাওড়ায় দলীয় কর্মীর বাড়িতেই মধ্যাহ্নভোজ সারেন তিনি।আর আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে সমর্থন নিয়ে আলোচনা করতেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখন আর কিছু করা সম্ভব নয়।

প্রচারের জন্য  আজ কলকাতাতে আছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ।শাসক শিবিরের কেউ দ্রৌপদীর সঙ্গে দেখা না করায় তৃণমূলের সৌজন্য নিয়েও প্রশ্ন তোলেন স্মৃতি ইরানি।

স্মৃতি অভিযোগ করেন, “কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি চলছে। বাংলার মানুষ মোদিকে ভালবাসেন। কিন্তু বাংলায় সরকারি প্রকল্প নিয়ে ভেদাভেদের রাজনীতি চলছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না রাজ্যের মানুষ। ” এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের কাছে আহ্বান জানান, জনকল্যাণে মন দিক জেলা প্রশসান।

যদিও তার এই অভিযোগ মানতে চায়নি শাসক শিবির। তৃণমূলের বক্তব্য, বাংলা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের হাজার হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আসলে টাকা আটকেছে কেন্দ্র, অথচ স্মৃতির অভিযোগ আবাস যোজনা’র সুবিধা পাচ্ছে না রাজ্যবাসী।

আরও পড়ুন- মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করবে রাজ্য সরকারই: পাহাড় থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর