রীতিমতো রেকর্ড গড়ল সুপ্রিম কোর্ট। একদিনে ৪৪টি মামলার রায় ঘোষণা হল! গত ২৩ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ছিল গ্রীষ্মকালীন ছুটি । 
১১ জুলাই সোমবার আদালত খুলতেই বিভিন্ন এজলাসে শোনা হয় একের পর এক মামলা। ফৌজদারি মামলা থেকে জনস্বার্থ, ব্যাঙ্কিং এবং বাণিজ্যিক বিষয় থেকে আদালত অবমাননা— একাধিক মামলা ছিল  সেই তালিকায়! তারই মধ্যে ৪৪টি মামলার রায় দিয়েছেন বিভিন্ন বিচারপতির বেঞ্চ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ পাহাড়ে শপথগ্রহণ অনুষ্ঠান
একদিনে এতগুলি মামলার রায় কীভাবে দেওয়া সম্ভব হলো? সেই বিষয়ে কিন্তু কোনও রাখঢাক না করেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কেজি বালকৃষ্ণণ বলেছেন, অবকাশ থাকলে রায়দানে সুবিধা হয়। বিভিন্ন বিষয়ে গবেষণার সময় পান বিচারপতিরা। তার প্রতিফলন ঘটে শুনানিতে।








 
 
 
 
 
 
 































































































































