মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল পড়ুয়া বোঝাই পুলকার ।মঙ্গলবার বেহালার বকুলতলায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রী বোঝাই বাস বেপরোয়া গতিতে প্রথমে ধাক্কা মারে পড়ুয়া বোঝাই একটি পুলকারে। এরপর একটি অটো এবং অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাসটি। বাসের চালক আপাতত পলাতক।
আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা, লরির ধাক্কায় ভাঙল গাড়ির লুকিং গ্লাস
এই দুর্ঘটনার ফলে চারজন পড়ুয়া সহ মোট সাত জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল নটা নাগাদ শিবপুরের দিকে যাচ্ছিল ১২সি/১ যাত্রী বোঝাই এই বাসটি। বেহালা চৌরাস্তা পেরিয়ে বকুলতলার কাছে নতুন পাড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসের ধাক্কায় পুলকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।বাসের চালককে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করেন। সুযোগ বুঝে চালক বেপাত্তা হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।










































































































































