আজ কলকাতায় প্রচার সারবেন দ্রৌপদী মুর্মু

0
5

NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু সোমবার রাজ্যে প্রচার-সফরে এসেছেন। মঙ্গলবার তাঁর সফরের দ্বিতীয় ও শেষ দিন। এদিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে দ্রৌপদীর। জানা গেছে, মঙ্গলবার সকালে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন দ্রৌপদী। সেখানে স্বামীজির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে প্রচার শুরু করবেন রাষ্ট্রপতি প্রার্থী। এরপর বাইপাস  লাগোয়া এক পাঁচতারা হোটেলে বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুর্মু। বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ সেরে সন্ধের বিমানে ফের দিল্লি ফিরে যাবেন তিনি।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ পাহাড়ে শপথগ্রহণ অনুষ্ঠান


বিজেপি সূত্রের খবর,  আমন্ত্রিতদের তালিকায় নাম থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বৈঠকে হাজির থাকছেন না বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি।তবে আমন্ত্রিতদের তালিকায় নাম নেই ব্যারাকপুরের বিজেপি বিধায়ক পবন সিংয়ের।


উল্লেখ্য, আগামী ১৮ জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোটের ময়দানে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত শনিবার বাংলায় আসার কথা ছিল দ্রৌপদী মুর্মুর। কিন্তু গত শুক্রবার আচমকাই ভোটপ্রচারে গিয়ে এক আততায়ীর গুলিতে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতবন্ধু শিনজো আবের। যার ফলে গত শনিবার ভারতে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দেওয়াা হয়। সেদিন সমস্ত প্রচার বন্ধ রাখেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। আগামী ২১ শে জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল।