India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন বুমরাহ, ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রানের রেকর্ড ইংরেজদের

0
1

মঙ্গলবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতীয় (India) বোলার যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। ইংল্যান্ডের মাটিতে নিলেন আধ ডজন উইকেট! আর ছয় উইকেট নিতেই প্রথম ভারতীয় বোলার হিসেবে রেকর্ড গড়লেন যশপ্রীত বুমরাহ।

ম‍্যাচে এদিন ৭.২ ওভার বল করে ১৯ রানে ৬ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের মাটিতে প্রথম হলেও ভারতের তৃতীয় বোলার হিসেবে এই অনন্য নজির গড়লেন বুম বুম বমরাহ। ইংল্যান্ডের প্রধান চার ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। বুমরাহের শিকার হন জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি এবং ব্রাইডন কার্সে।

এর আগে ৬ উইকেট নেওয়ার নজির ছিল অনিল কুম্বলে এবং স্টুয়ার্ট বিনির। সেই তালিকায় এবার নাম লেখালেন যশপ্রীত বুমরাহ। ভারতের পেস আক্রমণে শূন্যতে ফিরে যায় ইংল্যান্ডের চার ব্যাটার। যশপ্রীত বুমরা, মহম্মদ শামির বোলিং-এর দাপটে ধ্বংস হয়ে যায় ইংল্যান্ড। মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ভারতের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড ইংল্যান্ডের। এর আগে ২০০৬ সালে জয়পুরে ভারতের বিরুদ্ধে ১২৫ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ২০১৩ সালে রাঁচিতে ১৫৫ রানে শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশদের ইনিংস।

আরও পড়ুন:Arun Lal: বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল