Arun Lal: বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল

0
2

বাংলার (Bengal) কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল ( Arun Lal)। মঙ্গলবার সিএবিতে (CAB) গিয়ে ইস্তফা দিয়ে আসেন তিনি। সেই সময় সিএবি যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থাকলেও, ছিলেন না সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। বাংলা দলের কোচের পদ থেকে সরে যাওয়ার কারণ হিসাবে শারীরিক ক্লান্তির কথাই জানিয়েছেন অরুণ লাল।

এদিন অরুণ লাল বলেন,” আমি ক্লান্ত। ন’মাস ধরে এই দায়িত্ব সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। শারীরিক ভাবে আমি আর পারছি না। তাই সিএবি-কে জানিয়ে দিয়েছি যে আমি আর বাংলার কোচ হিসাবে থাকতে চাই না।”

সদ্য রঞ্জিট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলা দল। রঞ্জিতে মধ্যপ্রদেশের কাছে সেমিফাইনালে হেরে যায় মনোজ তিওয়ারি, অভিমুন‍্য ঈশ্বরনরা। মরশুম শেষ হতেই বাংলার কোচ বদল হবে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। যদিও সিএবি-র তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এরই মধ‍্যে অরুণ লাল নিজে গিয়েই দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে আসেন।

এদিকে বাংলার নতুন কোচ হিসেবে অনেকের নাম উঠে আসছে। যদিও এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি সিএবি।

আরও পড়ুন:ATK Mohunbagan: বাগানে যোগ দেওয়া নতুন ফুটবলারদের নিয়ে আশাবাদী ফেরান্ডো