বঙ্গ বিজেপির ‘মাসোহারা’ বন্ধ করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব, কেন জানেন ?

0
1

বঙ্গ বিজেপির(Bengal BJP) ‘মাসোহারা’ বন্ধ করে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই পদক্ষেপ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা বঙ্গ বিজেপির হাতে তুলে দিয়েছে বিগত ৩ বছরে তার কোনও হিসাবই দিতে পারেনি বঙ্গ বিজেপি । আর তার জেরেই ‘মাসোহারা’(Monthly Salary) বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নাড্ডা।

শুধুমাত্র তাই নয়, জানা গিয়েছে সম্প্রতি নাড্ডা যে রাজ্য সফরে এসেছিলেন তার খরচও  মেটাতে হিমশিম অবস্থা বঙ্গ বিজেপির। রাজারহাটের অভিজাত হোটেলের বিল বকেয়া। ন্যাশনাল লাইব্রেরিতে খাবার সরবরাহকারী ক্যাটারার টাকা পাননি। প্রায় প্রতিদিনই পাওনাদাররা রাজ্য অফিসে এসে তাগাদা দিচ্ছেন বকেয়া টাকার জন্য।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের পথে যুবক

পাশাপাশি রাজ্য পার্টির একাধিক  শাখা থেকে কয়েক লক্ষ টাকা বিল বকেয়া রয়েছে। আর্থিক অনটনের কারণে কোনও বিলই ছাড়া হচ্ছে না। এমনকি, নেতাদের গাড়ির বিল, চালকদের বেতনও মেটাতে পারছে না বিজেপির রাজ্য কমিটি। যা পরিস্থিতি, তাতে রীতিমতো বিল আতঙ্ক এখন বঙ্গ বিজেপির মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।