এক ইশারাতেই শিয়ালদহ মেট্রোর উদ্বোধন বন্ধ করতাম”, কেন এমন হুঁশিয়ারি দিলেন মদন?

0
3

বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হয়ে গেলো। কিন্তু সম্মানের সঙ্গে আমন্ত্রণ পাননি কলকাতা মেট্রোর অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আমন্ত্রণ বিতর্ক চলছেই। এবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধন ও মমতা বন্দ্যোপাধ্যাকে আমন্ত্রণের বিতর্ক নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। হুঁশিয়ারি দিলেন কেন্দ্রকে।

আজ, সোমবার এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, “আমাদের হাতে কলকাতা মেট্রো। মমতা বন্দ্য়োপাধ্যায় সাজিয়ে দিয়েছেন। এই শিয়ালদহের ফাইন্ডেশন করেছেন। তিনি যেহেতু আজ শহরের বাইরে রয়েছেন, সেই সুযোগে বর্গির দল ঢুকে পড়েছে। সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমার দল আমাকে নির্দেশ দেয়নি। নাহলে, শুধু একটা ইশারাতেই কিন্তু আজকে শিয়ালদহের এই মেট্রো বন্ধ হয়ে যেত। উদঘাটন বন্ধ হয়ে যেত। মদন মিত্র মেট্রো রেলের প্রেসিডেন্ট। আমরা চাই রথের চাকা গড়গড় করে এগিয়ে যাক।”

আরও পড়ুন- রাজনৈতিক অসৌজন্যতার ছাপ গায়ে মেখেই পথ চলা শুরু শিয়ালদা- সেক্টর ফাইভ মেট্রোর