মাত্র ১০ মাস বয়সেই রেলের চাকরি! নেপথ্যে করুণ অধ্যায়

0
1

মাত্র ১০ মাস বয়সেই রেলের কর্মী! শুনতে আশ্চর্য লাগলেও এটাই ঘটনা। সম্ভবত ভারতীয় রেলের ইতিহাসে আগে এই ঘটনা ঘটেনি। কিন্তু এর নেপথ্যে রয়েছে করুণ কাহিনী। দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে ছত্তীশগড়ের (Chattisgar) ওই খুদে। বাবা ছিলেন রেলের কর্মী। সেই কারণেই তাঁর চাকরি পেয়েছে ওই খুদে।

আরও পড়ুন- ‘এক ডাকে অভিষেক’-এ একটি ফোন: ফালাকাটায় জ্বলল আলো, আপ্লুত স্থানীয়রা

পয়লা জুন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুটির বাবা-মায়ের। বেঁচে যায় খুদে। তার বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে (Railway) ইয়ার্ডে কাজ করতেন। ৪ জুলাই দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের ‘পার্সোনেল ডিপার্টমেন্টে’ শিশুটিকে চাকরি দেওয়া হয়েছে। ১০ মাসে চাকরি পেলেও, ১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে সে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। শিশুটির আঙুলের ছাপও নেওয়া হয়েছে।