দেশের বর্তমান সংসদ ভবনের অভাবে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন(New Parliament Bhavan)। আর সেই সংসদ ভবনের মাথায় বসছে ব্রোঞ্জ দিয়ে তৈরি ৯৫০০ কেজি ওজনের অশোক স্তম্ভ(Pillars of Ashoka)। সোমবার এই জাতীয় প্রতীক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।
প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে জানা গিয়েছে, অশোক স্তম্ভের উদ্বোধন কর্মসূচি উপলক্ষে এদিন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন পৌঁছে কথা বলেন সেখানকার ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের সঙ্গে। এরপর জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উদ্বোধন করেন তিনি। যদিও তার আগে এই স্তম্ভ উদ্বোধন উপলক্ষে চলে পুজো পাঠ। সেই পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার সহ কেন্দ্রীয় মন্ত্রীরা।
উল্লেখ্য, ৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে তৈরি সাড়ে ছয় মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভটি অবস্থিত সংসদ ভবনের সেন্ট্রাল ফায়ারের ওপর। এই বিশাল বস্তুটিকে সংসদ ভবনের মাথায় বসানোর জন্য রয়েছে বিশাল সাপোর্টিং স্ট্রাকচার। জানা গিয়েছে যে পাতের কাঠামোর ওপর এই অশোক স্তম্ভ বসানো হচ্ছে তার ওজন ৬৫০০ কেজি। অশোক স্তম্ভটি নির্মাণের জন্য আটটি স্তরে প্রস্তুতি চলেছিল। প্রথমে কম্পিউটার গ্রাফিক ইমেজ তৈরি করা হয়। তার পর সেটি দেখে তৈরি করা হয় মাটির মডেল। তার পর ক্রমে ব্রোঞ্জ মডেল তৈরি করা হয়েছে।