শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন নিয়ে কুৎসিত রাজনীতি করছে বিজেপিকে তোপ কুণালের

0
5

শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে প্রথমে আমন্ত্রণ না জানালেও বিতর্ক শুরু হতে রবিবার মাঝ রাতে দায়সাড়া আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই ইস্যুতেই সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সংবামাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,“বাড়িতে কার্ড ফেলে দিয়ে এলেই নিমন্ত্রণ হয় না। কুৎসিত রাজনীতি করছে বিজেপি।”


আরও পড়ুন:Maharastra: উদ্ধব-শিন্ডে বিরোধে সাময়িক বিরতি, স্পিকারকে পদক্ষেপ না করার নির্দেশ শীর্ষ আদালতের


আজ, সোমবার বিকেল ৫টায় হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।কিন্তু স্মৃতি ইরানির হাত ধরে কেন হবে উদ্বোধন? সেই প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণই জানানো হয়নি বলেও অভিযোগ ওঠে। তা সামাল দিতে আসরে নামে কলকাতা মেট্রো রেল  কর্তৃপক্ষ। জানানো হয়, সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো রবিবার তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।


আর এই নিমন্ত্রণে প্রসঙ্গে বিজেপিকে তীব্র ধিক্কার জানিয়ে কুণাল ঘোষ বলেন, “কুৎসিত রাজনীতি করছে বিজেপি। আগেরদিন রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে একটা কার্ড ফেলে দিয়ে এল। একে আমন্ত্রণ বলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যাবতীয় মেট্রো হয়েছে। উনি রেলমন্ত্রী থাকাকালীন টাকা বরাদ্দ করেছেন। জমির ব্যবস্থাও করেছেন। আর আজকে তাঁকে আমন্ত্রণ জানানো হবে না। রাতে গিয়ে একটা কার্ড ফেলা হল।এভাবে হয় না। বাংলার সমস্ত উন্নয়নের সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই। কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বাদ দিয়ে বিজেপি যা করছে তা ঠিক করল না।”