স্বপ্নভঙ্গ, হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না ভারতের

0
1

মহিলাদের হকি বিশ্বকাপে (Women Hockey World Cup) শেষ আটে যাওয়া হল না ভারতের (India)। এদিন বিশ্বকাপের অন‍্যতম আয়োজক স্পেনের (Spain) কাছে হেরে যায় ভারতের হকি দল। ম‍্যাচের ফলাফল ০-১। এই হারের ফলে খেতাবের দৌড় থেকে ছিটকে গেল ভারতের মহিলা হকি দল।

প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে স্পেনের বিরুদ্ধে জিততেই হত ভারতকে। কিন্তু ১-০ হেরে শেষ আটে যাওয়া হল না ভারতের। ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করে ভারতীয় দল। ম্যাচে চারটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেনি ভারত। ম‍্যাচের দ্বিতীয় অর্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় স্পেন। স্পেনের তিনটি শট দুর্দান্ত ভাবে আটকে দেন সবিতা। এই অর্ধেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন বন্দনা কার্তিকেয়। ম্যাচের তৃতীয় অর্ধ পর্যন্ত ফলাফল ছিল গোল শূন্য। গোটা ম্যাচেই দুরন্ত লড়াই করে ভারতীয় দল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ভারতের শেষ আটের যাওয়া স্বপ্নভঙ্গ করে দেন স্পেনের মার্তা সেগু। ১-০ স্পেনকে এগিয়ে দেন তিনি। ম্যাচে দু’দলই একটিও পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি।

আরও পড়ুন:Novak Djokovic: করোনার টিকার নেওয়ার পরিকল্পনা নেই, উইম্বলডন চ‍্যাম্পিয়ন হয়ে জানিয়ে দিলেন জোকার