সহকারী রেজিস্ট্রারের অভিযোগে তোলপাড় শিবপুরের আইআইইএসটি

0
1

তিনি তফসিলি জাতিভুক্ত, তাই তাঁকে হোস্টেলের মেঝে থেকে শৌচালয় সাফাই দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করলেন শিবপুরের আইআইইএসটির সহকারী রেজিস্ট্রার।এই বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত বলেন, একটি অফিস অর্ডার বেরোনোর পর কিছু অভিযোগ উঠেছে। সেই অভিযোগপত্র অধিকর্তাকে পাঠানো হয়েছে। তিনি এখন বিষয়টি দেখছেন।

আরও পড়ুন- জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরায় তৃণমূলের রাজ্য দফতরের উদ্বোধন

এই অভিযোগ করেছেন সহকারী রেজিস্ট্রার বিভাস দাস। তিনি জানান, ডেপুটি রেজিস্ট্রার সম্প্রতি অবসর নিয়েছেন। গত ৪ জুলাই সহকারী রেজিস্ট্রারদের দায়িত্ব বন্টন করে নির্দেশিকা প্রকাশিত হয়। বিভাসবাবুর অভিযোগ, বাকি রেজিস্ট্রারদের অন্যান্য দায়িত্ব দেওয়া হলেও। তিনি তফসিলি জাতিভুক্ত হওয়ায় শুধুমাত্র তাঁকেই প্রতিষ্ঠানের হল ও হোস্টেলের মেঝে-শৌচালয় পরিষ্কারের কাজ সশরীরে উপস্থিত থেকে তদারকি করতে বলা হয়েছে, যা জাতি বৈষম্যমূলক।

যদিও তার এই অভিযোগ মানতে চাননি কর্তৃপক্ষ। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেছেন, সত্যি যদি এরকম কোনও ঘটনা ঘটে থাকে, তা দুর্ভাগ্যজনক। বিষয়টি খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত।