বিশ্ববাজারে রেকর্ড পতন ভারতীয় টাকার

0
1

বিশ্ববাজারে সপ্তাহের শুরুতেই ফের রেকর্ড পতন ভারতীয় মুদ্রার। মার্কিন ডলারের নিরিখে ২০ পয়সা কমেছে টাকার দাম। দিনের শেষে ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছে ৭৯.৪৩ টাকা। যা এযাবৎকালের সর্বোচ্চ।

সপ্তাহ শুরুতে বাজার খোলার পরই টাকা দাম অস্বাভাবিকভাবে পড়তে শুরু করে। গত সপ্তাহে রেকর্ড পতন হয়েছিল টাকার দামে। এই সপ্তাহে সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। অর্থনৈতিক বিষেশজ্ঞদের মতে, এখন ডলার প্রতি টাকার দাম ৮০ টাকা হওয়া শুধুই সময়ের অপেক্ষা। এখন এক মার্কিন ডলার কিনতে গেলে আপনাকে গুনতে হবে ৭৯.৪৩ টাকা। ইতিমধ্যেই ভারতীয় টাকার লাগাতার পতনকে ঘিরে মোদি সরকারের সমালোচনায় নেমেছেন বিরোধীরা। এই নেতিবাচক ট্রেন্ডের কারণে পেট্রল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা করছে ওয়াকিবহালমহল।

আরও পড়ুন- রাজনৈতিক অসৌজন্যতার ছাপ গায়ে মেখেই পথ চলা শুরু শিয়ালদা- সেক্টর ফাইভ মেট্রোর