শ্রাবণী মেলার আগেই সুখবর। মঙ্গলবার অর্থাৎ ১২ জুলাই থেকে দেওঘর থেকে কলকাতা রুটে প্রথম বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। গত ২৯ জুন ডিসিজিএ-র তরফ থেকে এই রুটে বিমান চালানোর ছাড়পত্র মিলেছে। এবার সেই রুটেই আগামীকাল থেকে A321 ও B737 বিমান চালবে ইন্ডিগো।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের দেওঘর থেকে কলকাতায় সড়ক পথের দূরত্ব সাড়ে ৭ ঘণ্টারও বেশি। এই বিমান পরিষেবা চালু হওয়ায় মাত্র ৮৫ মিনিটেই দেওঘর থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতায়। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা, এই মেলা উপলক্ষেই বিমান পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগো (Indigo)। কোন সময় কলকাতা থেকে দেওঘরের জন্য বিমানের উড়ান শুরু হবে? যা জানা যাচ্ছে, তা হল ২.৫৫ মিনিটে কলকাতা থেকে বিমানের উড়ান শুরু হবে। সেই বিমান পৌঁছাবে ৪.১৫ মিনিটে। ফিরতি বিমান দেওঘর বিমানবন্দর থেকে ছাড়বে ৪.৩৫ মিনিটে। আপাতত সপ্তাহে ৪ দিন দেওঘর-কলকাতার বিমান মিলবে। ধীরে ধীরে বিমানের সংখ্য়া বাড়ানো হবে। আগামী ১৪ জুলাই থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনি ও রবিবার দেওঘর যাওয়ার বিমান পাওয়া যাবে।
আরও পড়ুন- এক ইশারাতেই শিয়ালদহ মেট্রোর উদ্বোধন বন্ধ করতাম”, কেন এমন হুঁশিয়ারি দিলেন মদন?