Bhagwani Devi Dagar: নজির গড়লেন ভগবানী দেবী,  ৯৪ বছর বয়সে দৌড়ে আনলেন সোনার পদক, শটপুটে পেলেন ব্রোঞ্জ

0
1

বয়স যে একটা সংখ‍্যা মাত্র তা প্রমাণ করলে হরিয়ানার বাসিন্দা ভগবানী দেবী ডাগর (Bhagwani Devi Dagar)। বয়স তাঁর ৯৪ বছর। আর এই বয়সের নজির গড়লেন ভগবানী দেবী। এদিন বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Masters Athletic Championship) সোনা এবং দুটি ব্রোঞ্জ জিতে অনন্য নজির গড়লেন হরিয়ানার এই বাসিন্দা।

ফিনল্যান্ডের ট্যাম্পেয়ারের বসেছে ওয়র্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। আর সেখানেই ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন ভগবানী দেবী ডাগর। ১০০ মিটার দৌড় শেষ করেছেন ২৪.৪৭ সেকেন্ডে। এছাড়াও শটপুটে পেয়েছেন দুটো ব্রোঞ্জ। যে বয়সে মানুষ সাধারণত ঠিকমতো বসতে পারে না বা হাঁটতে পারে না। যেই বয়সে মানুষ নানা রোগের সঙ্গে লড়াই করেন, সেই বয়সেই বিদেশের মাটিতে ভারতের পতাকা তুলে ধরলেন ৯৪ বছর বয়সী ভগবানী দেবী ডাগর।

এদিন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক তাদের অফিসিয়াল টুইটার পেজে ভগবানী দেবীর ছবি পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে তারা  লিখেছেন, “ভারতের ৯৪ বছর বয়সী ভগবানী দেবী আবারও বলেছেন যে বয়স একটি সংখ্যা মাত্র। তিনি স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জিতেছেন। সত্যিই একটি সাহসী কাজ।”

আরও পড়ুন:স্বপ্নভঙ্গ, হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়া হল না ভারতের