মেঘের আনাগোনা। কখনও ঝিরঝিরে কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। তারই মাঝে বই প্রেমীদের জন্য খুশির খবর নিয়ে হাজির কলকাতার নামি প্রকাশক সংস্থা দীপ প্রকাশন ও পশ্চিমবঙ্গ প্রকাশক সভা। এই দুই সংস্থার উদ্যোগে সোমবার থেকে শুরু হল “বর্ষা মঙ্গল বই মহোৎসব”! নামেই পরিচয়, এই উৎসব বর্ষাকালে বই উৎসব। এপার বাংলা-ওপার বাংলার নামি লেখক-সাহিত্যিকদের জনপ্রিয় বইয়ের সম্ভার নিয়ে সপ্তাহব্যাপী একটি আস্ত বইমেলা। বর্ষার এই বই উৎসব চলবে বইপাড়া কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউসের তৃতীয় তলায় আগামী ১৮ জুলাই পর্যন্ত। বই প্রেমীদের সুরক্ষার কথা মাথায় রেখে সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনেই চলবে এই বই মহোৎসব।
দীপ প্রকাশনের কর্ণধার তথা “বর্ষা মঙ্গল বই মহোৎসব”-এর অন্যতম আয়োজক দীপ্তাংশু মন্ডল বললেন, “এই বই মহোৎসব-এর এবার দ্বিতীয় বছর। গতবছর বই প্রেমীদের মধ্যে দারুণ উৎসাহ আমরা লক্ষ্য করেছিলাম। এ বছর দুই বাংলার নতুন নতুন বইয়ের সম্ভার নিয়ে আমরা ফের বই মহোৎসবের আয়োজন করেছি। নানা স্বাদের, নানা বয়সের মানুষের জন্য বই রয়েছে। এখানে এলে বই প্রেমীরা চেটেপুঁটে বিভিন্ন স্বাদের বই পাবেন। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ষা মঙ্গল বই মহোৎসব চলবে। প্রতিটি বইয়ের উপর থাকছে আকর্ষণীয় ছাড়।”
সোমবার কফি হাউজের তৃতীয় তলায় “বর্ষা মঙ্গল বই মহোৎসব”-এর সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংবাদিক কুণাল ঘোষ। তাঁরা বর্ষার এই বিশেষ ও অভিনব বইমেলা ঘুরে দেখেন। বিভিন্ন লেখকদের বই দেখেন এবং বই প্রেমীদের এই মহোৎসবে যোগদানে আবেদন করেন।
“বর্ষা মঙ্গল বই মহোৎসব”-এর উদ্বোধনে এসে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “বর্ষা মঙ্গল বই মহোৎসব দারুণ একটি উদ্যোগ। যাঁরা বই পড়েন, বই ভালোবাসেন তাঁরা এখানে আসুন। নতুন নতুন বইয়ের স্বাদ নিন। ইন্টারনেটের যুগ হলেও বই হাতে নিয়ে পড়া, বই স্পর্শ করার মধ্যে আলাদা অনুভূতি আছে। এবং তার জন্যই এই ধরণের বই মহোৎসব।” প্রসঙ্গত, এই বই মহোৎসবে ব্রাত্য বসুর নতুন বই “রোল অ্যাকশন কাট এবং অন্যান্য”-এর আত্মপ্রকাশ হয়। এই বই তিনি তাঁর বন্ধু বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষকে উৎসর্গ করেন।
“বর্ষা মঙ্গল বই মহোৎসব” নিয়ে সাংবাদিক কুণাল ঘোষ নস্টালজিক। তাঁর কথায়, “বই প্রেমীদের জন্য এমন উদ্যোগকে আমি কুর্নিশ করি। বই নিয়ে, কলেজ স্ট্রিট পাড়া নিয়ে যাঁদের আবেগ আছে, তাঁরা অবশ্যই আসুন। এখানে বইয়ের গুণমান একটি আলাদা মাত্রা যোগ করেছে। বই প্রেমীদের জন্য বই পাড়ায় বই উৎসব, এর থেকে ভালো উপহার আর কী হতে পারে!”
এদিন “বর্ষা মঙ্গল বই মহোৎসব”-এর সূচনার পর ব্রাত্য বসু ও কুণাল ঘোষ ঐতিহ্যবাহী কফি হাউসেও কিছুটা সময় কাটান। সেলফি তোলার আবদারও মেটান তাঁরা।