উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। রবিবার ফাইনালে তিনি হারালেন নিক কির্গিয়সকে। ম্যাচের ফলাফল ৬, ৬-৩, ৬-৪, ৭-৬ । এই জয়ের ফলে ২১তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললেন জোকার।
ম্যাচে এদিন নিককে অভিজ্ঞতায় মাত দিলেন জোকোভিচ। চার সেটের লড়াইয়ে জোকারের জিততে লাগে দীর্ঘ তিন ঘন্টা। এই জয়ের ফলে সার্বিয়ান টেনিস তারকা গ্র্যান্ড স্ল্যামে টপকে গেলেন রজার ফেডেরারকে। ২০ টি গ্র্যান্ড স্ল্যাম রজারের। ২১ টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকার।
জোকোভিচের সামনে এ বার শুধু রাফায়েল নাদাল, যিনি এই উইম্বলডন থেকে চোটের কারণে সেমিফাইনাল থেকে নাম তুলে নিয়েছিলেন। অপরদিকে এই নিয়ে সাত বার উইম্বলডন জিতলেন জোকোভিচ। টপকে গেলেন পিট সাম্প্রাসকে। সামনে এখন রজার ফেডেরার, যাঁর ক্যাবিনেটে রয়েছে আটটি ট্রফি।
আরও পড়ুন:অখ্যাত খেলায় বিশ্বজয় শিবানীর, জিতলেন দুটি সোনার পদক